Posts

Showing posts from July, 2022

দমকা হাওয়া

Image
এইকি তবে আমার দেশ, বিশ্রাম নাই যার দমকা হাওয়াও রাখেনি কথা, কেই বা থাকে কার? বৃষ্টি আসে বেমালুম তাই জানালার শার্শিতে ভিজে যায় মুখ জলের স্রোতে, সুখটাকে হয় দিতে রাখেনি কথা সেই মানুষ, রক্ত যাদের আছে তারাই আপন তবুও আমার জীর্ণ শরীরের কাছে এইতো সবে বিকেল বেলা রাত্রি আসবে বলে উড়িয়ে দিলে খেলার ফানুস, বিরহ মলিন ছলে? আমরাও চাই বাঁচতে আবার, দুবেলা দুমুঠো খেতে উচ্চাকাঙ্ক্ষা নেই শরীরে, চাইনাকো কিছু পেতে শরীর জুড়ে নিঃশ্বাস বয় ধমনী ছাড়ে রক্ত আমার দেহ আমার কাছেই হয় যদি অব্যক্ত নেবে তার দায়ভার, নিঃসঙ্গ একাকী পাথর হয়ে শুনবে আমার অভিশপ্ত জোনাকি? মাঝ আকাশে মেঘের সনে ভাসিয়ে দিলে ভেলা হায় তুমি কি অ-বলা? গড়িবে কি এই পাহাড়প্রমাণ মৃত্যু, প্রাণের মেলা আর প্রানে নাহি সয় বিমুখ হয়ে প্রাণ প্রজাপতি ক্ষমার আদলে কয় আর প্রাণে নাহি সয় অহেতুক সব মিথ্যে গুলোর আড়ালে হাসলে হাসি নিরবে পড়ালে আমার কন্ঠে মৃত্যুমরণ ফাঁসি হায়রে অশ্রুতল, তোমার ব্যাথার প্রতি নিমেষে হারালো যে জনা আজিকে তার দিবসের জ্যোতি তাই ফিরিয়া কহি ব্যথার সমুখ টানে যে কথা রটিছে আমাকে ব্যতীত তোমার গহীন কান...

প্রকৃত রূপ

Image
এনহে শুধু আমার কথা, পুরো পৃথিবী জানে মানুষ হইয়া জন্মিলে তব মরণ যাত্রা হবে কি তুমি করিছ জগদিশে ভাই কে তুমি ভাঙ্গিছ নীড়ে কে তুমি সামনে আনিয়া দিয়াছ ভালবাসা তার তীরে তুমি তো জানোই তোমার শরীরে যতটুকু আমি থাকি যতদিন আমি করেছি তোমার পিছুপানে ডাকাডাকি হেরেছি অবলে জন্ম লভিয়া এহেন নীলিমা দেশে এইটুকু মোর শেষ পাওয়া হোক ভিখিরির তব বেশে কোথা হতে আসে পরশ ছাওয়া নিবিড় নিশীথ রাত কোথা হতে আসে পূর্ণিমা তব বাঁকা তন্দ্রের চাঁদ কতদূর তুমি গিয়াছ চলে আর কতদূর যাবে সমাধি আমার উৎকন্ঠিত তোমার গহীন বিরাগে পদতলে তব শোভন সকাল এনে দাও তুমি ডাক পুষ্পের তরে আমি যেনো সেই কতকাল হতবাক হয়েছি পাষাণ মাটির তলে ঘুমিয়েছি আমি বেশে মানুষ হইয়া জন্ম লভিয়া এহেন তব দেশে পাওয়ার যতটা ছিল মোর সাঁঝ বিকেল বেলার তরে গৌরব তব মূর্ছনা যায় ফিরিয়া গিয়াছে দ্বারে কতোকাল আর সইবো বেদন নারির কণ্ঠ রাতে আমার মনে সন্ধেবেলা উড়বার সাধ জাগে উড়ে যাব ওই নীলিমার দেশে যেথায় আকাশ খেলে মাটির তলে যেথায় স্নিগ্ধ সকাল শোভন মেলে বহিয়া যেথায় পড়ে গো চাঁদের জমকালো আয়োজন সেথায় আমার জন্ম, মরণ, সেই দেশ প্রয়োজন ...

বন্ধু

Image
রক্ত আজিকে বন্য হে মোর বন্ধুসম ভাই আমিতো অবাক মৃত্যু শোকে হয়েছি আজিকে ছাই হয়েছি পাষাণ মাটির মূর্তি হৃদয় বিহীন মানুষ লেশ নেই আজ খোদ জীবনের উড়িয়ে দিয়ে ফানুস কি আর হবে ব্যার্থ চেষ্টা, অন্ধ হাতছানি মনুষত্বের উড়ছে ধ্বজা শত্রুর কপোতখানি আমিই শ্রেষ্ঠ ভগবান পুজি ওরা করে হাহাকার আপন মানুষ হারিয়ে আজিকে শোকাগ্র কতকাল যথার্থ তার মর্যাদা আমি বুঝিনি কভু কালে হারিয়ে গিয়াছে যত আশা মর অথৈ মাটির তলে কে আনিবে তাহার শান্তির বাণী মলিন তাহারি বেশ সুশীতল তার ছায়াতল জুড়ে পুরনো সবই যে শেষ হেথায় তোমরা বুঝিয়ে দিয়েছ আমার আসল রূপ মানুষ নহে হে পাষাণ মাটির মূর্তি জমেছে খুব আমার বক্ষ পাথরসম বলিছে কেহ মুখে করুণা করেছি যতবার তার শোকেও কেঁদেছি ভেসে আমি তো নই হে খুনির দায়ে যুবকের চিৎকার রক্ত আমার আমারই মতো দোষ করেনি কোনোকাল রক্তিম তুমি লাল বিপ্লব ঝলসানো প্রতিবিম্ব বৃষ্টির ফলে ধুয়ে গেছে সেই কবেকার পদচিহ্ন আমি দোষী নই আমি নির্দোষ এ কথা বলব কাকে শোনবার মত লোক নেই আর আমার গহীন ফাঁকে আসামী নই আমি নির্দোষ বলে কতো দেব আর প্রমাণ ফাঁসির মঞ্চে ঝুলিয়া মরিছে আমার নিথর প্রাণ কেউ প...