দমকা হাওয়া

এইকি তবে আমার দেশ, বিশ্রাম নাই যার দমকা হাওয়াও রাখেনি কথা, কেই বা থাকে কার? বৃষ্টি আসে বেমালুম তাই জানালার শার্শিতে ভিজে যায় মুখ জলের স্রোতে, সুখটাকে হয় দিতে রাখেনি কথা সেই মানুষ, রক্ত যাদের আছে তারাই আপন তবুও আমার জীর্ণ শরীরের কাছে এইতো সবে বিকেল বেলা রাত্রি আসবে বলে উড়িয়ে দিলে খেলার ফানুস, বিরহ মলিন ছলে? আমরাও চাই বাঁচতে আবার, দুবেলা দুমুঠো খেতে উচ্চাকাঙ্ক্ষা নেই শরীরে, চাইনাকো কিছু পেতে শরীর জুড়ে নিঃশ্বাস বয় ধমনী ছাড়ে রক্ত আমার দেহ আমার কাছেই হয় যদি অব্যক্ত নেবে তার দায়ভার, নিঃসঙ্গ একাকী পাথর হয়ে শুনবে আমার অভিশপ্ত জোনাকি? মাঝ আকাশে মেঘের সনে ভাসিয়ে দিলে ভেলা হায় তুমি কি অ-বলা? গড়িবে কি এই পাহাড়প্রমাণ মৃত্যু, প্রাণের মেলা আর প্রানে নাহি সয় বিমুখ হয়ে প্রাণ প্রজাপতি ক্ষমার আদলে কয় আর প্রাণে নাহি সয় অহেতুক সব মিথ্যে গুলোর আড়ালে হাসলে হাসি নিরবে পড়ালে আমার কন্ঠে মৃত্যুমরণ ফাঁসি হায়রে অশ্রুতল, তোমার ব্যাথার প্রতি নিমেষে হারালো যে জনা আজিকে তার দিবসের জ্যোতি তাই ফিরিয়া কহি ব্যথার সমুখ টানে যে কথা রটিছে আমাকে ব্যতীত তোমার গহীন কান...