মেঘবালিকা, তোমাকে

মেঘবালিকা তোমাকে


যতদূর গাছ ছুঁয়ে দেখি। 
ফিরে ফিরে কাছে আসে প্রেম। 
নিরালায় বসে আছি ক্লান্ত রাতের পরে। 
তারপর ঘুমিয়ে গেছে যখন সন্ধ্যাতারা। 
আকাশের পিঠে ধ্রুবতারা ছেয়ে আছে। 
কৃষ্ণচূড়ার রঙে এখনও আমাদের গায়ে প্রজাপতি বসে।
অজুহাত গ্রীবায় ভর করে আছে। 
শুধু যাওয়ার সময় নেই। 
এতদিন, এত কুয়াশা পার করে সমাধির মত আনন্দ। 
পুড়িয়ে দিলে থাকবে কি?। 
কৃষ্ণচূড়ায় লাল রং এসেছে তাই, পৃথিবীতে এখনও সকাল হয়।
তোমায় শুনিয়ে গেছি কতো জন্মের গান।
মনে হয় তবু শান্ত শিকড়ের তলায়।
আবার এসে দুদণ্ড চোখ, কান সেকে নেই।
তোমায় কবিতা শোনাবো।
থেমে যাও এই ভূমিকম্পের দেশে।
ব্যাস্ত গেছে যে দিনের অপেক্ষা।
তার বুড়ি চাঁদ গেছে মরে।
এসো মেঘবালিকা, পথের কাঁটা উপড়ে ফেলে।
এই সৌন্দর্যের মাঠে হাস হয়ে ঘুরি একদিন।
তোমার জোছনায় পবিত্র কবিতার বনভূমি সাজিয়েছি।
একদিন, বইয়ের ঘ্রাণে মাতাল হবে তুমিও।
মেঘবালিকা.....

Comments

Popular posts from this blog

বন্ধু

বলহীনার সাথে অবিস্মরণীয় স্বর্গ